শ্যামপুর থেকে উদ্ধার হওয়া অলিভ রিডলে কচ্ছপকে সমুদ্রে ছেড়ে দেওয়া হল


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- দিন চারেক আগে শ্যামপুরের আলিপুর গ্রামের নদীর পাড় থেকে একটি বিশালাকার অসুস্থ অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করেছিল বন দপ্তর। উদ্ধারের পর কচ্ছপটিকে সুস্থ করে শনিবার সকালে বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের ৪ জন কর্মী কচ্ছপটিকে পূর্ব মেদিনীপুরের জুনপুটের কানাইচট্টাতে সাগরে ছেড়ে দিল।


বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জের অফিসার রাজেশ মুখোপাধ্যায় জানান হুগলী নদী থেকে উদ্ধর হওয়া ৩৫ কেজি ওজনের অলিভ রিডলে কচ্ছপটিকে বঙ্গোপসাগরে পুর্নবাসন দেওয়া হয়েছে। বন দপ্তর সূত্রে জানা গেছে গত ২৯ এপ্রিল আলিপুর গ্রামে হুগলী নদীর পাড়ে অলিভ রিডলে কচ্ছপটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারা বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে বন দপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

