ট্রাফিক পুলিশ কর্মীদের হাওড়া গ্রামীন জেলা পুলিশের পক্ষ থেকে সামার কিট


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- গরমের মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রনের মত গুরুত্বপূর্ন দায়িত্ব সামলানোর কাজে নিযুক্ত পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার সহ অন্যান্য কর্মীদের গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে তাদের হাতে সামার কিট ও পুলিশ কিয়স্কগুলিতে ঠান্ডা জলের কুঁজো তুলে দিল হাওড়া গ্রামীন জেলা পুলিশ। শনিবার বিকালে ১৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়া নরেন্দ্র মোড়ে এক অনুষ্ঠানে ট্রাফিকের কাজে নিয়োজিত ৩৫০ জন কর্মীর হাতে ছাতা, টুপি, সানগ্লাস, ওআরএস এবং কিয়স্কগুলির জন্য ঠান্ডা জলের কুঁজো তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়।


এদিন মন্ত্রী পুলক রায় বলেন ট্রাফিকের এইসব বন্ধুরা রোদে জলে দাঁড়িয়ে তাদের দায়িত্ব সচেতনতার সঙ্গে পালন করেন। সেই কারণে হাওড়া গ্রামীন জেলা পুলিশ তাদের জন্য যে চিন্তা ভাবনা করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় বলে জানান মন্ত্রী পুলক রায়। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিশ সুপার জন এ্যালেন জর্জ, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।

