উলুবেড়িয়ায় কবি প্রনাম


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- শুক্রবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদার সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালন করা হল। এদিন সকালে উলুবেড়িয়া মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে কবি প্রনাম অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে কবি গুরুকে শ্রদ্ধা জানান উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক নারায়ন চন্দ্র রায়।


অন্যদিকে এদিন উলুবেড়িয়া পুরসভার উদ্যোগে উলুবেড়িয়া পুরসভা প্রাঙ্গনে কবি প্রনাম অনুষ্ঠানে কবি গুরুকে শ্রদ্ধা জানান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভটাচার্য্য, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা।

এদিন আমতা বিধানসভার ঝিকিরা উচ্চ বিদ্যালয়ে কবি প্রনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতার বিধায়ক সুকান্ত পাল সহ অন্যন্যরা।

