১৬নং জাতীয় সড়ক থেকে উদ্ধার ১কোটি টাকার গাঁজা


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- ১৬ নং জাতীয় সড়কের পাঁচলা বাউড়িয়া মোড় থেকে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করল পুলিশ। হাওড়া গ্রামীন জেলা পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া গাঁজার পরিমান ১৯২ কেজি। যার বাজার মূল্য আনু,আনুমানিক ১ কোটি টাকা। ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।


হাওড়া গ্রামীন জেলা পুলিশ সূত্রে খবর রবিবার রাত ৯টা থেকে জেলা জুড়ে নাকা চেকিং অভিযান শুরু হয়। সেইমত ১৬ নং জাতীয় সড়কের পাঁচলা বাউড়িয়া মোড়ে অভিযান চলার সময় সন্দেহজনক ভাবে যাওয়া দুটি চারচাকা গাড়িকে আটক করে। গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে পুলিশ। ঘটনায় দুটি গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যদিকে সাহসিকতার সঙ্গে নাকা চেকিং করে বিপুল পরিমান গাঁজা উদ্ধার করায় পুলিশ টিমকে পুরস্কৃত করেন হাওড়া গ্রামীন জেলা পুলিশ সুপার সুবিমল পাল।

