স্বামীর মৃত্যুর খবর শুনে আত্মঘাতী স্ত্রী


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- পথ দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর খবর শুনে আত্মঘাতী হল স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হল টিঙ্কু প্রসাদ (২৫) ও রিম্পা প্রসাদ (২২)। বাড়ি বাগনান থানার চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামে। পুলিশ দুটি মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। জানা গেছে বছর দেড়েক আগে রিম্পার সঙ্গে প্রেম করে বিয়ে হয় টিঙ্কুর। সোমবার বাইকে চেপে টিঙ্কু বন্ধুদের সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের একটি রেস্তোরায় খেতে যান। রাতে রেস্তোরায় খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরার পথে ১৬ নং জাতীয় সড়কের দেউলটির কাছে পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন টিঙ্কু প্রসাদ। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বাগনান গ্রামীন হাসপাতালে পরে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে স্থানানতরিত করা হলে সেখানেই তার মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় স্বামীর আহত হওয়ার খবর পাওয়ার পরেই উলুবেড়িয়া মেডিকেল কলেজে আসেন রিম্পা প্রসাদ। অন্যদিকে হাসপাতালে এসে স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পরেই মানসিকভাবে ভেঙে পড়েন রিম্পা। কিছুক্ষন পরেই রিম্পা হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরে মঙ্গলবার সকালে ডোমপাড়া এলাকা থেকে রিম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


