উলুবেড়িয়ায় বাংলা নতুন বছরকে স্বাগত


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মঙ্গলবার বাংলা নববর্ষ। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়াতেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হল। এদিন বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে উলুবেড়িয়া পুরসভার পক্ষ থেকে এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়। উলুবেড়িয়া রবীন্দ্র ভবন থেকে প্রভাত ফেরী বেরিয়ে উলুবেড়িয়া পুরসভা পর্যন্ত যায়। এদিনের এই প্রভাত ফেরীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, পুরসভার জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা। এদিনের এই প্রভাত ফেরীতে পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সংগঠন অংশ নেয়।


অন্যদিকে এদিন ভোর থেকে পুজো দেওয়ার জন্য উলুবেড়িয়ার শতাব্দী প্রাচীন শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের লম্বা লাইন লক্ষ্য করা যায়। পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধি কামনায় এদিন অনেকেই নতুন খাতা পুজো করাতেও দেখা যায়।

