২০০ বছরে পড়ল আমতার খড়িয়পের কালী পুজো


নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, আমতা- আমতার খড়িয়পের বারোয়ারি শ্মশান কালী মায়ের পুজো এই বছর ২০০ বছরে পদার্পণ করল। আর সেই কারণে মঙ্গলবার মায়ের কাছে পুজো দেওয়ার জন্য সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা হাজির হয়েছে এখানে। আগে এই পুজো এলাকার জমিদার বোস পরিবার এই পুজো করলেও বর্তমানে খড়িয়প বারোয়ারি শ্মশান কালীমাতা পুজো কমিটি এই পুজো পরিচালনা করে আসছে। পুজো কমিটির সম্পাদক মৃনাল মান্না জানান অতীতে মহামারির থেকে গ্রামের মানুষদের বাঁচাতে মা কালী এলাকার জমিদার বৈদ্যনাথ বোসকে তাকে পুজো করার স্বপ্নাদেশ দেন। আর সেই স্বপ্নাদেশ পাওয়ার পরেই বৈদ্যনাথ বোস এবং কাশীনাথ বোস মায়ের পুজো শুরু করেন। আর তারপর থেকেই বংশপরম্পরায় এই পুজো হয়ে আসছে।


মৃনাল মান্না জানান মঙ্গলবার সারারাত ধুমধাম সহকারে পুজোর পর বুধবার মন্দিরের পাশে প্রতিষ্ঠিত পুকুরে প্রতিমা বির্সজন হবে। তিনি জানান আগে বোস পরিবার এই পুজো করলেও ১৯৮৯ সাল থেকে বারোয়ারি পুজো কমিটির পরিচালনায় এই পুজো হয়ে আসছে। পুজোকে কেন্দ্র করে এলাকায় ১০ দিনের মেলা বসে। মেলায় যাত্রাপালা,লোকগান, বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান কালী পুজো উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
